রবিবার, ৭ আগস্ট, ২০১১

দেশ ভালো চলছে না: প্রধানমন্ত্রীর ইফতারে কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশ ভালো চলছে না। কোথাও স্বস্তি, শান্তি ও স্থিতি নেই।’

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তার সরকারি বাসভবন ‘গণভবনে’ আয়োজিত ইফতার মাহফিলে শরিক হওয়ার পর চলে যাওয়ার সময়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

‘এ পরিস্থিতি থেকে উত্তোরণের উপায় কি’ প্রশ্নের জবাবে তিনি বলেন,  ‘উপায় হচ্ছে সদিচ্ছা, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও সমঝোতা।’

মহাজোটে যোগ দিচ্ছেন কি না জানতে চাইলে বঙ্গবীর পাল্টা প্রশ্ন করেন, ‘আমার নৌকা কি ডুবে গেছে নাকি যে অন্যের নৌকায় লাফ দিয়ে উঠবো? তবে দেশের এরকম একটি পরিস্থিতিতে যে দেশ চালাচ্ছেন তাতে প্রধানমন্ত্রীকে আমি যোগ্য বলেই মনে করি।’

মহাজোটে যোগ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী কিছু বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ইফতার মাহফিলে এসেছি। এ পরিস্থিতিতে তিনি ওই বিষয় নিয়ে কিছু বলবেন তা আশা করি না। পরে হয়তো এ ব্যাপারে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘রোজা-রমজানের অনুষ্ঠানে একজন মুসলমানের সঙ্গে যে কথা হয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সেই কথাই হয়েছে।’

রাজনৈতিক কোন কথাবার্তা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আগে একই দলের লোক ছিলাম। আর শেখ হাসিনার সঙ্গে আমার ভাই-বোনের সম্পর্ক। প্রধানমন্ত্রী আমার কুশল জানতে চেয়েছেন, আমিও চেয়েছি।’


প্রশ্নের জবাবে বঙ্গবীর আরো বলেন, ‘বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে পৌণে দু’ঘণ্টা কথা বলেছি। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে পৌণে এক ঘণ্টা হলেও আলোচনা হবে।’ (Source: banglanews24.com)

1 টি মন্তব্য: